সিলেট: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে রোববার (২৬ ডিসেম্বর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ১০ ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকার প্রার্থীরা জয়ী হলেও বাকি ৮ টিতে জিতেছেন স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।
এদিকে গোলাপগঞ্জের ১০ ইউনিয়নের মধ্যে দুইটিতে জামানত হারিয়েছেন সরকারদলীয় প্রার্থী। তাদের মধ্যে আবার এক প্রার্থী এক কেন্দ্রে পেয়েছেন মাত্র ২ ভোট!
জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল করিম খান পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র ২ ভোট পেয়েছেন। মোট ১১টি কেন্দ্রে তিনি সর্বমোট ভোট পেয়েছেন মাত্র ১৩৯টি। ফলে জামানত হারাতে হয়েছে তাকে।
লক্ষণাবন্দ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৩ হাজার ২৪৮। এ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী খলকুর রহমান ৯ হাজার ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭ হাজার ২২৬ ভোট।
অপরদিকে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী পেয়েছেন মাত্র ৩৪৬টি ভোট। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল আনারস প্রতীকে ৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০২১
এমএমজেড