কুমিল্লা: কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক মেম্বার প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মো.হারুন অর রশীদ নামে ওই প্রার্থী একটি মামলায় এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হারুন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরগ প্রতীকের প্রার্থী এবং ধানোড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
রাতে বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, তাকে আমরা প্রার্থী হিসেবে নয়, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করেছি। তিনি ২০১৬ সালের একটি সিআর মামলার এক বছরের এক মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড প্রাপ্ত ছিলেন।
তিনি আরও বলেন, চারদিন আগে গ্রেফতারি পরোয়ানার কপি থানায় এসে পৌঁছায়।
ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা জোনায়েদ কবির খান বলেন, দুই বছরের নিচে সাজাপ্রাপ্ত হওয়ায় ওই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি কারাগারে থেকেও নির্বাচন করতে পারবেন। এতে আইনগত কোনো সমস্যা নেই।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
জেডএ