ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীর শুভপুরের উত্তর মন্দিয়ায় চলছে পুনঃনির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
ফেনীর শুভপুরের উত্তর মন্দিয়ায় চলছে পুনঃনির্বাচন নির্বাচন

ফেনী: বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর মন্দিয়ায় সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ২৮ নভেম্বর শুভপুর ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে দফায় দফায় সন্ত্রাসী হামলা, গুলি, ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে এ ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছিল প্রশাসন।

 

পরে নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা করে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, উত্তর মন্দিয়া ওয়ার্ডের পুনঃনির্বাচন অবাধ সুষ্ঠু করতে আমরা শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছি।  

ভোট কেন্দ্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার সদস্য ও পুলিশের ট্রাইকিং ফোর্স অবস্থান করবে। উত্তর মন্দিয়া ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৩০৫ জন।

বাংলাদেশ সময় ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসএইচডি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।