ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাল ভোট দিতে গিয়ে গ্রিল কেটে পালালেন নৌকার চেয়ারম্যান প্রার্থী!

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
জাল ভোট দিতে গিয়ে গ্রিল কেটে পালালেন নৌকার চেয়ারম্যান প্রার্থী!

সাভার (ঢাকা): সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে জালভোট দেওয়ার সময় জনতার রোষানলে পড়ে প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে বসে কক্ষের গ্রিল কেটে পালিয়েছেন নৌকার প্রার্থী সাইদুর রহমান সুজন। এছাড়া ওই কেন্দ্রে নৌকার সমর্থকদের মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কেন্দ্রটির সহকারী প্রিজাইডিং কর্মকর্তা।

বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩ নম্বর ও ৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে ঢুকে নিজের প্রতীকে ব্যালটে সিল মারছিলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান। এতে বাইরে অপেক্ষমান ভোটার ও দর্শনার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভের মুখে ওই কক্ষের দুইটি গ্রিল কেটে পালান তিনি।

এদিকে এ ঘটনার পরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করার অভিযোগ ওঠে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। পরে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন বাংলানিউজকে বলেন, ভবানিপুরে কেন্দ্র পরিদর্শনে যাই। এসময় সেখানে গেলে আটকিয়ে রাখে। প্রিজাইডিং অফিসারের কক্ষে অবস্থান নিয়েছিলাম। এরপর তারা দরজা ভেঙে ফেলে। আমার এক ছোট ভাই জানলার দুটি রড ভেঙে আমাকে উদ্ধার করে। তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।