ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, ৮ জনকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
নাসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, ৮ জনকে অর্থদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ নানা আইন ভঙ্গের কারণে বিভিন্ন প্রার্থীর সমর্থক ৮ জনকে ৮টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৭টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রহিমা আক্তার বলেন, ২৭টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আচরণবিধি লঙ্ঘন ও আইন বহির্ভূত কর্মকাণ্ড নজরদারি করা হচ্ছে। এর মধ্যে বুধবার কাউন্সিলর প্রার্থীদের বেশ কয়েকজন কর্মী ও সমর্থকদের ৮ জনকে ২০১৬ এবং সংশ্লিষ্ট আইন মোতাবেক ৮টি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নাসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে দায়িত্বে থাকা ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন- কোহিনুর আক্তার, এস এম রাসেল ইসলাম নুর, মেহেদী হাসান ফারুক, আব্দুল মতিন খান, রুবাইয়া খানম, নুসরাত আরা খানম, সাব্বির আহমেদ ও ফাতেমা তুজ জোহরা।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।