ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নোয়াখালীতে আ. লীগ ১২, স্বতন্ত্র ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
নোয়াখালীতে আ. লীগ ১২, স্বতন্ত্র ৭

নোয়াখালী: পঞ্চম ধাপে অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ১২ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন, জামায়াতের ১ জন, বিএনপির ১ জন ও জাসদের ১ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) রাতের মধ্যে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

 

নির্বাচন অফিস সূত্র জানায়, চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে বাহার আলম মুন্সি (আওয়ামী লীগ), পাঁচগাঁও ইউনিয়নে সৈয়দ মাহমুদ হোসেন তরুণ (আওয়ামী লীগ), হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে এসএম বাকী বিল্লাহ (আওয়ামী লীগ), রামনারায়নপুরে হারুন অর রশিদ (আওয়ামী লীগ বিদ্রোহী), বদলকোট ইউনিয়নে মো. সোলায়মান শেখ (আওয়ামী লীগ বিদ্রোহী), মোহাম্মদপুর ইউনিয়নে মেহেদী হাসান বাহালুল (আওয়ামী লীগ বিদ্রোহী) এবং সাহাপুর ইউনিয়নে আবদুল্যা খোকন (জাসদ সমর্থিত স্বতন্ত্র) বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন

এদিকে সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নে শওকত আকবর পলাশ (আওয়ামী লীগ), নদনা ইউনিয়নে হারুন অর রশিদ (আওয়ামী লীগ), নাটেশ্বর ইউনিয়নে মো. কবির হোসেন (আওয়ামী লীগ), বজরা ইউনিয়নে মো. মীরন অর রশীদ (আওয়ামী লীগ), সোনাপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন (আওয়ামী লীগ), দেওটি ইউনিয়নে নুরুল আমিন শাকিল (আওয়ামী লীগ), অম্বননগর ইউনিয়নে মো. আকতার হোসেন দুলু (আওয়ামী লীগ), আমিশাপাড়া ইউনিয়নে খলিলুর রহমান সেলিম (আওয়ামী লীগ বিদ্রোহী) এবং চাষীরহাট ইউনিয়নে মোহাম্মদ হানিফ মোল্লা (জামায়াত সমর্থিত স্বতন্ত্র) এবং বারগাঁও ইউনিয়নে সামছুল আলম (আওয়ামী লীগ) বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এরআগে, চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে মামলা সংক্রান্ত জটিলতায় আগামী ১০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শামসুল আলম লাভলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।