ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটে হেরে ছিঁড়ে নিলেন কান!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
ভোটে হেরে ছিঁড়ে নিলেন কান!

মানিকগঞ্জ: হাবেজা বেগম বলেন, ‘সকালে নার্গিসের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন তার সঙ্গে দেখা হয়।

ভোটে হারের জেরে সে আমার সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তার বাড়ির লোকজনের সহায়তায় আমাকে মারধর করে। কানে গুরুতর আঘাত পেয়েছি। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ’

পরাজয় মেনে নেয়া কঠিন। সবার পক্ষে সম্ভব হয় না। মেজাজ হারিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলার নজির ইতিহাসে অনেক। এমনই এক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন ইউপি নির্বাচনে পরাজিত এক সদস্য প্রার্থী। অভিযোগ উঠেছে, জয়ী প্রার্থীকে পিটিয়ে কান ছিঁড়ে নিয়েছেন তিনি।

অভিযুক্তের নাম নার্গিস আক্তার। মারধরের অভিযোগ এনেছেন জয়ী প্রার্থী হাবেজা বেগম। তারা দুজনেই বয়রা ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করেছেন।

মানিকগঞ্জের বয়রা ইউনিয়নে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

হরিরাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাবেজা বেগম। হামলায় তার ডান কানের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ’

এদিকে, অভিযোগ স্বীকার করে নার্গিস বলেন, ‘ইচ্ছা করে কান ছিঁড়ি নাই। হাতাহাতির সময় সে পড়ে যায়। তখন বাঁশের কঞ্চিতে লেগে কান ছিঁড়ে যায়। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।