ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সপ্তম ধাপে সিলেট বিভাগে নৌকা পেলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
সপ্তম ধাপে সিলেট বিভাগে নৌকা পেলেন যারা

সিলেট: সপ্তম ধাপে সিলেট বিভাগের ৮টিসহ দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

শুক্রবার (৭ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।

এই ধাপে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে আব্দুল মতিনকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলার শ্রীপুর উত্তরে আবুল খায়ের, শ্রীপুর দক্ষিণে বিশ্বজিত সরকার, বড়ল উত্তরে জামাল উদ্দিন, বড়দল দক্ষিণে সাইফুল ইসলাম, বাঘাটে সুজাত মিয়া, তাহিরপুর সদরে মোতাহার হোসেন আখঞ্জী শামীম ও বালিজুরীতে আতাউর রহমান।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
এনইউ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।