ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুন্দর পরিবেশে ভোট হচ্ছে: জায়েদুল আলম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
সুন্দর পরিবেশে ভোট হচ্ছে: জায়েদুল আলম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। আমরা বলেছিলান সরব অবস্থানে থেকে ভোটগ্রহণ সম্পন্ন করব।

সকাল থেকে আমরা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। এ পর্যন্ত প্রতিটি কেন্দ্রে মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। আমি ও ডিসি সাহেব একসঙ্গে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। সবাই বাধাহীনভাবে কাজ করছেন।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জায়েদুল আলম বলেন, আশা করি নির্বিঘ্নে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট হবে। ভোটে সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এ পর্যন্ত সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে। মানুষ সামাজিক দূরত্ব মেনে ভোট দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।