ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন: না.গঞ্জ ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন: না.গঞ্জ ডিসি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।

কোনো মেশিন বিকল হওয়ার খবর পাওয়া যায়নি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। গোয়েন্দারাও কাজ করে যাচ্ছে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোস্তাইন বিল্লাহ বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হচ্ছে। ভোটের ফলাফল প্রকাশের পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবেন।

তিনি বলেন, আমরা এখনও কোনো প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাইনি। আমরা যেহেতু মেশিনে কাজ করছি, সামান্য সমস্যা দেখা যেতে পারে। কিছু কিছু জায়গায় ভোটগ্রহণ স্লো হচ্ছে। নারীরা ভোট দিচ্ছেন তিনটি আলাদা আলাদা মেশিনে। তাই ভোটগ্রহণ একটু স্লো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।