ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

তৈমূরকে দেখে নৌকার স্লোগান!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
তৈমূরকে দেখে নৌকার স্লোগান! তৈমূরকে দেখে নৌকার স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে দেখে নৌকার স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন মোল্লার সমর্থকরা।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে পাঠানটুলি আইলপাড়া স্কুল কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের বাইরে স্বতন্ত্র মেয়র প্রার্থীকে দেখে ঘিরে ধরেন কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন মোল্লার সমর্থকরা। এ সময় তারা নৌকার পক্ষে স্লোগান দেন। তবে ওই সময় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তৈমূর। মুচকি হেসে পার হয়ে যান তিনি। পরক্ষণেই হাতি মার্কার সমর্থকরা ছুটে এসে তাকে গাড়িতে তুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আপনারা তো দেখলেন, কিছু বলার নেই। ’

আরও পড়ুন: তৈমূরের পাশে হেফাজতের ফেরদাউস​​​​​​​

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।