ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হচ্ছে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হচ্ছে 

নারায়ণগঞ্জ: ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মো. আবেদ আলী বলেছেন, আমরা সার্কসহ নির্বাচন কমিশনের (ইসি) অন্তর্ভুক্ত ছয়টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পরিদর্শনের কার্যক্রম চালাচ্ছি। আমরা একাধিক কেন্দ্র পরিদর্শন করেছি।

আমাদের টিমও মাঠে রয়েছে তারা প্রায় ২০টি কেন্দ্র পরিদর্শন করেছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সবখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এখানে কেন্দ্র গুলোতে যথেষ্ট ভোটার রয়েছে। আমাদের হিসেব মতে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়বে। এটা আমাদের সবার জন্যেই অত্যন্ত ভালো মেসেজ।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর একটায় আদর্শ স্কুলকেন্দ্রে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী নির্বাচন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইভিএমে ভোট দিতে গিয়ে নারীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। অনেকের  ফিঙ্গার মিলছে না। সেকারণেই অনেক জায়গায় ভোট গ্রহণ স্লো হচ্ছে এবং ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের ভিড় হচ্ছে। তবে নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে হচ্ছে।

তিনি আরও বলেন, ভোটাররা কেন্দ্রে ফিরেছেন। এখন পর্যন্ত কোথাও থেকে কেন্দ্র দখলের অভিযোগ আসেনি। আমরা মাত্র দুটো কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের হাতি মার্কার এজেন্ট পাইনি। বাকি সব কেন্দ্রেই আমরা সব প্রার্থীদের এজেন্ট পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।