নারায়ণগঞ্জ: ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মো. আবেদ আলী বলেছেন, আমরা সার্কসহ নির্বাচন কমিশনের (ইসি) অন্তর্ভুক্ত ছয়টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পরিদর্শনের কার্যক্রম চালাচ্ছি। আমরা একাধিক কেন্দ্র পরিদর্শন করেছি।
রোববার (১৬ জানুয়ারি) দুপুর একটায় আদর্শ স্কুলকেন্দ্রে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী নির্বাচন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইভিএমে ভোট দিতে গিয়ে নারীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। অনেকের ফিঙ্গার মিলছে না। সেকারণেই অনেক জায়গায় ভোট গ্রহণ স্লো হচ্ছে এবং ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের ভিড় হচ্ছে। তবে নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটাররা কেন্দ্রে ফিরেছেন। এখন পর্যন্ত কোথাও থেকে কেন্দ্র দখলের অভিযোগ আসেনি। আমরা মাত্র দুটো কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের হাতি মার্কার এজেন্ট পাইনি। বাকি সব কেন্দ্রেই আমরা সব প্রার্থীদের এজেন্ট পেয়েছি।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/আরআইএস