ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব 

ঢাকা: নিবার্চন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন, টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচন ও পাঁচটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘সব নির্বাচনী এলাকায় ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। তিনটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাসিক নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। এছাড়া যে পাঁচটি পৌরসভায় ভোট হয়েছে, সেখানে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। অর্থাৎ নাসিক নির্বাচন, টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচন ও পাঁচ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে মক ভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। এর ফলে তাদের ভোট দেওয়া সম্পর্কে লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময় লেগেছে। তবে যারাই এসেছেন সবার ভোট গ্রহণ করা হয়েছে। ’

এদিকে শামীম ওসমানের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনও ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিষ্ময় প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটা তালুকদার স্যার ভালো বলতে পারবেন। তবে রিটার্নিং অফিসারের কাছে যতগুলো অভিযোগ এসেছে, সবগুলো অ্যাড্রেস করা হয়েছে। ’

ইসি সচিবের সংবাদ সম্মেলনের আগে মাহবুব তালুকদার তার দফতরে সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের নির্বাচন তাদের মেয়াদকালের সর্বত্তোম নির্বাচন। তবে তিনি শামীম ওসমানের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনে ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেন।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জের নির্বাচন সর্বোত্তম: ইসি মাহবুব

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
ইইউডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।