ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনে হেরে গেলেন ২৮ ইঞ্চির মশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
নির্বাচনে হেরে গেলেন ২৮ ইঞ্চির মশু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বহুল আলোচিত ২৮ ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী সদস্য পদপ্রার্থী মোশাররফ হোসেন মশু পরাজিত হয়েছেন।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শারীরিক প্রতিবন্ধী মশু ভ্যানগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩১১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোতালেব তালা প্রতীক নিয়ে ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে ভূরুঙ্গামারীর রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৩ হাজার ৬৬৮ জন। এরমধ্যে নির্বাচনে ভোট পড়েছে ২ হাজার ৬০৭টি।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।