ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাড়াশে দুটি ইউনিয়নে নৌকার প্রার্থীরা বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
তাড়াশে দুটি ইউনিয়নে নৌকার প্রার্থীরা বিজয়ী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার দুটি ইউনিয়নেই নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন উপজেলা বারুহাস ইউনিয়নে মো. ময়নুল হক ও মাধাইনগর ইউনিয়নে হাবিলুর রহমান হাবিব।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ উপজেলা নির্বাচন অফিসার উজ্জল কুমার রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বারুহাস ইউনিয়নে নৌকা প্রতীকে মো. ময়নুল হক ৭ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিএসসি আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২২৬ ভোট।

অপরদিকে, মাধাইনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাবিলুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৪ হাজার ৭৬ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫১ ভোট।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।