ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

স্থগিত কেন্দ্রের ভোটে হারলেন নৌকার প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
স্থগিত কেন্দ্রের ভোটে হারলেন নৌকার প্রার্থী

যশোর: যশোরের কেশবপুরে পঞ্চম ধাপের নির্বাচনে স্থগিত কেন্দ্রের ভোটে নৌকা প্রার্থীর কাছে পিছিয়ে থেকেও টানা পঞ্চম মেয়াদে জিতলেন বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক আলাউদ্দীন আলা।  

নৌকার প্রার্থী গৌতম রায়ের চেয়ে ৪৫৮ ভোটে পিছিয়ে ছিলেন মোটরসাইকেল প্রতীকের আলাউদ্দিন।

 

স্থগিত নতুন মূলগ্রাম কেন্দ্রে ২ হাজার ১১৯ ভোটের মধ্যে ১ হাজার ৭৩৪ ভোট পড়েছে। এর মধ্যে মোটরসাইকেল প্রতীকের আলাউদ্দীন আলা পেয়েছেন ১ হাজার ১৭৩ ভোট। অন্যদিকে নৌকা প্রতীকের গৌতম রায় পেয়েছেন ৫১৩ ভোট। সর্বোচ্চ ৬ হাজার ১০২ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আলাউদ্দীন আলা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের গৌতম রায় পেয়েছেন ৫ হাজার ৯০০ ভোট।

কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ জানান, কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের স্থগিত নির্বাচনে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। ফলাফলে মোটরসাইকেল প্রতীকের আলাউদ্দিন ৬ হাজার ১০২ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণের দিন সকাল সাড়ে ১০টার দিকে নূতন মূলগ্রাম কেন্দ্রে ৫০ থেকে ৬০ জন যুবক হঠাৎ জোর করে কেন্দ্রে ঢুকে ভোটারদের মারধর ও ইট ছুড়তে থাকেন। এ সময় বুথে ঢুকে দ্রুত ব্যালটে সিল মারতে থাকেন তারা। সাধারণ ভোটাররা ভয়ে এদিক সেদিক ছুঁটতে থাকেন। পরে এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নিখিল চন্দ্র দাস প্রায় এক হাজার ব্যালটে সিল মারার ঘটনায় এ কেন্দ্রের ভোট স্থগিত করেন।  

ভোট কেন্দ্রটিতে ফলাফল স্থগিত হয়ে যাওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীই কেউই শেষ বিজয়ের হাসি হাসতে পারেনি। গত ৫ জানুয়ারি নির্বাচনে ৮টি ওয়ার্ডের ভোটের হিসেবে আওয়ামী লীগের নৌকার প্রার্থী গৌতম কুমার রায় পেয়েছিলেন ৫ হাজার ৩৮৭ ভোট, বিএনপির স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আলাউদ্দীন আলা মোটরসাইকেল মার্কায় ভোট পেয়েছেন ৪ হাজার ৯২৯। নৌকার প্রার্থী ৪৫৮ ভোটে এগিয়ে ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।