ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফরিদপুরে শপথ নিলেন ১৩ ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
ফরিদপুরে শপথ নিলেন ১৩ ইউপি চেয়ারম্যান

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী ও সদরপুর উপজেলার নবনির্বাচিত ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় ফরিদপুরের মধুখালী উপজেলার ৪ জন ও সদরপুর উপজেলার ৯ জন ইউপি চেয়ারম্যান এ শপথবাক্য পাঠ করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আসলাম মোল্লার সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।