ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শপথ নিলেন তাহিরপুর উপজেলার নবনির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০২২
শপথ নিলেন তাহিরপুর উপজেলার নবনির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যান 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নবনির্বাচিত সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

 

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনোয়ার-উল-হালিম, তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর জেলা প্রশাসক নতুন চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সাত চেয়ারম্যান হলেন- তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী, বাধাঘাট ইউনিয়ন পরিষদের নিজাম উদ্দিন ও বালিজুরির আজাদ হোসেন।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।