ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাররাম রামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
পাররাম রামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৫৮১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরীফ উদ্দিন আনরস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭২২ ভোট।

দেওয়ানগঞ্জ নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন এ তথ্য দেন।

গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে এ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটগ্রহণ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট করেন বর্তমান পাররামরামপুর ইউপির চেয়ারম্যান সোহেল রানা। তার রিটের পরিপ্রেক্ষিতেই উচ্চ আদালত ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করেছিলেন।

বাংলাদেশ সময়:  ১০০৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।