ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেবিদ্বারে ২ ইউপিতে নির্বাচন ১৫ জুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মে ৬, ২০২২
দেবিদ্বারে ২ ইউপিতে নির্বাচন ১৫ জুন

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।  

আগামী ১৫ জুন ব্যালটের মাধ্যমে এ দুই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

শুক্রবার (৬ মে) দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি বলেন, ২৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হলেও আমরা চিঠি পেয়েছি ০১ মে।  

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে। ১২ নম্বর ভানী ইউপি নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদে নতুন করে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে।  

উল্লেখ্য, উপজেলার ভানী ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া গত ০৬ ফেব্রুয়ারি নির্বাচনের আগের রাতে মারা যান। অপরদিকে, ১৯ ফেব্রুয়ারি ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউপির ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রহিমের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।