ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেহেরপুর পৌর ভোট: নৌকা চান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্ত্রীসহ ১১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ১২, ২০২২
মেহেরপুর পৌর ভোট: নৌকা চান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্ত্রীসহ ১১ জন

মেহেরপুর: মেহেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের টিকিট পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্ত্রীসহ ১১ জন।

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন- পৌরসভার বর্তমান মেয়র জেলা যুবলীগের আহ্বায়ক মাহফিজুর রহমান রিটন, মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জনপ্রশসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ বিন হারুন জুয়েল, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীনের স্ত্রী তহমিনা খাতুন ও ছেলে তানভীর আহমেদ রানা, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা যুবলীগের সদস্য সোয়েব রহমান, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান রুপক এবং মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নাম আহ্বান করলে মেহেরপুর জেলার এ নেতাকর্মীরা ১১ মে সন্ধ্যা পর্যন্ত ফরম সংগ্রহ করেন। পরে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন। ১৩ মে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

আগামী ১৫ মে মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।