ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কানাইঘাটে ভোটার হালনাগাদ স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মে ১৯, ২০২২
কানাইঘাটে ভোটার হালনাগাদ স্থগিত

ঢাকা: বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেটের কানাইঘাট উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনও স্থগিত করেছে সংস্থাটি।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বৃহস্পতিবার (১৯ মে) বিষয়টি জানিয়েছেন।

ইসির নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে- ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর প্রথম ধাপে তফসিল ঘোষিত সিলেট জেলার কানাইঘাট উপজেলায় আগামীকাল ২০ মে থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম আকস্মিক বন্যাজনিত কারণে স্থগিত রাখা হলো। সেই সঙ্গে তথ্য সংগ্রহের কার্যক্রম পরবর্তী দুই সপ্তাহ পর থেকে যথারীতি শুরু করা হবে বলে জানানো হয়।

আগামীকাল ২০ মে থেকে দেশে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ, যা শেষ হবে ২০ নভেম্বর। অন্যদিকে দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল ১৫ জুন। পরবর্তী নির্দেশনা না দেওয়া এ নির্বাচন বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মে ১৯, ২০২২
ইইউডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।