ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাবার পক্ষে জাল ভোট দিতে গিয়ে কিশোরী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
বাবার পক্ষে জাল ভোট দিতে গিয়ে কিশোরী আটক

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাদঁপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডে জাল ভোট দিতে গিয়ে নাদিয়া আক্তার (১৫) নামে এক দশম শ্রেণির ছাত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) দুপুর ১টার দিকে চাদঁপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দ্বিতীয়তলায় ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জে প্রিসাইডিং অফিসার শাহ মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, নাদিয়া আক্তার মোরগ প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে। সে জাল ভোট দিতে গিয়ে আটক হয়।

ওই ওয়ার্ডে ২ হাজার ৩শ’ ১৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ১১৪৮ জন ও পুরুষ ভোটার ১১৬৮ জন। ভোট কেন্দ্র ১৭ জন আনসার সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত ছিল।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ