ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নীলফামারীর খোকশাবাড়িতে নৌকার প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ১৫, ২০২২
নীলফামারীর খোকশাবাড়িতে নৌকার প্রার্থী জয়ী

নীলফামারী: নীলফামারী সদরের খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রশান্ত রায় বিজয়ী হয়েছেন।  

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৯২০ ভোট।

তার নিকটতম প্রার্থী আশফাউদৌলা সিদ্দিকী খোকন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন পান ৪ হাজার ১১৬ ভোট।

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আফতাব উজ জামান ও ফল ঘোষণা করেন।   

তিনি জানান, এখানে ১৯ হাজার ৭৯১ ভোটার রয়েছেন। এর মধ্যে ভোট পড়েছে ১৬ হাজার ৫টি। বাতিল হয়েছে ২৩টি ভোট।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।