ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাটগ্রামের বাউরা ইউপিতে নৌকার বিজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ১৬, ২০২২
পাটগ্রামের বাউরা ইউপিতে নৌকার বিজয়

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাবিউল হক মিরন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. আবু সাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।

পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত রাবিউল হক মিরন নৌকা প্রতীকে সাত হাজার ৪৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুল হক বসুনীয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৫২৮ ভোট।

বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬৬৭ জন। যার মধ্যে পুরুষ ১০ হাজার ৮৬৫ ও মহিলা ভোটার ১০ হাজার ৮০২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা নয়টি, ভোট কক্ষের সংখ্যা ৬৯টি।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রথমবারের মত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও ৩৭ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে স্থানীয় প্রশাসনসহ চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের ১২টি টিম, বিজিবি ও র‌্যাবের বিশেষ টিম টহল দেন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ১৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।