ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নবম ধাপের ইউপি ভোটে আ. লীগ ৬৮, স্বতন্ত্র ৬১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ১৬, ২০২২
নবম ধাপের ইউপি ভোটে আ. লীগ ৬৮, স্বতন্ত্র ৬১

ঢাকা: সদ্য সমাপ্ত নবম ধাপে দেশের ১৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৬৮টি ইউপিতে চেয়ারম্যান পদে জয়লাভ করেছে। আর স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন ৬১ জন।

এই ধাপে ভোট পড়েছে ৬৬ দশমিক ৯২ শতাংশ।

মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে বৃহস্পতিবার (১৬ জুন) এ তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মিজানুর রহমান। ১৫ জুন (বুধবার) দেশের ১৩১টি ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রতিবেদন থেকে জানা গেছে, নবম ধাপেআওয়ামী লীগ পেয়েছে ৬৮ ইউপিতে চেয়ারম্যান পদ। এ নিয়ে ইউপিতে দলটির চেয়ারম্যানের সংখ্যা দাঁড়াল দুই হাজার ২৬৫ জন।

আর অন্যান্য ধাপের মতো এবারও দলটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে, মূলত যাদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদোহী প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা এই ধাপেও দখল করে নিয়েছে ৬১টি চেয়ারম্যান পদ। এ নিয়ে স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে জয় পেলেন এক হাজার ৮৫২ জন।

নবম ধাপে একটি ইউপির ফলাফল স্থগিত রয়েছে। আর একটি পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রার্থী মো. আ. রহিম পটুয়াখালীর কালাপাড়া উপজেলার ধুলাসার ইউপিতে প্রায় দুই হাজার ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেছে। এ নিয়ে ইউপিতে দলটির চেয়ারম্যানের সংখ্যা দাঁড়াল নয়জন।

নারী: 

পটুয়াখালী সদরের কালিকাপুর ইউপিতে আওয়ামী লীগ থেকে জয়ী হয়েছেন সালমা জাহান। নয়টি ধাপে এ নিয়ে মোট নারী চেয়ারম্যানের সংখ্যা দাঁড়াল ৪৬ জন। এদের মধ্যে ছয়জন স্বতন্ত্র, একজন জাতীয় পার্টির। অন্যদের সবাই আওয়ামী লীগের প্রার্থী।

বিনা প্রতিদ্বন্দ্বিতা: 

আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম বরিশালের উজিরপুরের শিকারপুর ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে নয়টি ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানের সংখ্যা দাঁড়াল ৩৬৮ জন। এদের মধ্যে আওয়ামী লীগের ৩৬১ জন ও ৭ জন স্বতন্ত্র প্রার্থী।

নবম ধাপে পুরো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে ভোট পড়েছে ৬৬ দশমিক ৯২ শতাংশ। এর আগে ষষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারি ২১৬টি ইউপিতে ভোটগ্রহণ হয়েছিল ইভিএমে। সে সময় ভোট পড়েছিল ৬৯ দশমিক ০৭ শতাংশ। ইসির ইতিহাসে সবচেয়ে বেশি ইভিএমের নির্বাচন ছিল এটি।

দশম ইউপি নির্বাচনের প্রথম ধাপের প্রথম অংশে ২০৪টি ইউপিতে ২০২১ সালের ২১ জুন, দ্বিতীয় অংশে ১৬০টি ইউপিতে ২০ সেপ্টেম্বর; দ্বিতীয় ধাপে ৮৩৩ ইউপিতে ১১ নভেম্বর; তৃতীয ধাপে ৯৯২টি ইউপিতে ২৮ নভেম্বর; চতুর্থ ধাপে ৮১৯টি ইউপিতে ২৬ ডিসেম্বর; পঞ্চম ধাপে ২০২২ সালের ৫ জানুয়ারি ৬৯২টি ইউপিতে; ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৬টি ইউপিতে, সপ্তম ধাপে ১৩২টি ইউপিতে ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপে ৯টি ইউপিতে ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে মোট নির্বাচন অনুষ্ঠিত হলো ৪ হাজার ১৮৯টি ইউপিতে। দেশে মোট ইউপির সংখ্যা ৪ হাজার ৫৭৪টি। অবশিষ্টগুলোর নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

পুরো ফলাফল দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
ইইউডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।