ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাঁচদিনের মধ্যে কুসিক ভোটে বিজয়ীদের গেজেট প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০২২
পাঁচদিনের মধ্যে কুসিক ভোটে বিজয়ীদের গেজেট প্রকাশ

ঢাকা: আগামী পাঁচদিনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জয়ীদের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে (বিজি প্রেস) চিঠি দিয়েছে সংস্থাটি।

ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের ২১ জুন স্বাক্ষরিত চিঠিটি বিজি প্রেসের উপ-পরিচালকে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে- কুসিক নির্বাচনে বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কর্তৃক পাঠানো ‘ফরম-ডি’ অনুসারে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার জন্য পাঠানো হলো।

গেজেটের প্রকাশিত ২০০ কপি সরকারি কাজে ব্যবহারের জন্য ইসিতে পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।

গত ১৫ জুন কুসিকের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৩৪৩ ভোট বেশি পেয়ে দুবারের মেয়র মো. মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র পদে জয়লাভ করেছেন।

১০৫টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়েছে ৫৮.৭৪ শতাংশ।
 
ইসি ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীকে ভোট পড়েছে ৫০ হাজার ৩১০টি। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাক্কু ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

কুসিকের ২৭টি ওয়ার্ডের নির্বাচনে পাঁচ ও দশ নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।