ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আবুল হাসেম মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
আবুল হাসেম মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত 

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আবুল হাশেম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৩০৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক যুবলীগ নেতা নিসান সাবের মাইক প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৬৮ ভোট।

এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা শামীম উদ্দীন টিউবওয়েল প্রতীক নিয়ে ৩ হাজার ৬৩০ ও আলফাজ হোসেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৭৭ ভোট।

মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ১১.৬৫ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২৪ হাজার ৪৭৯ জন। ভোট কেন্দ্রে উপস্থিত হননি ১ লাখ ৮৫ হাজার ৫০৪ জন ভোটার।

উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম পদত্যাগ করায় পদটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।