ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন: মেহেরপুর জেলা পরিষদে নৌকার মাঝি আব্দুস সালাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
নির্বাচন: মেহেরপুর জেলা পরিষদে নৌকার মাঝি আব্দুস সালাম অ্যাডভোকেট আব্দুস সালাম

মেহেরপুর: মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম।

শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভানেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে আব্দুস সালাম মনোনীত হয়েছেন।

জেলা পরিষদের বর্তমান প্রশাসক গোলাম রসুল, সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বোন ও জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হিরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, অপর সহ-সভাপতি আব্দুল মান্নান ওরফে ছোট মান্নান ও জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল হক শান্তিসহ মোট আটজন দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দেন।

তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ