ঝিনাইদহ: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭টি কেন্দ্রে ৮২ হাজার ৬৯৫ জন ভোটার ইভিএম মেশিনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টার পর প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষনীয়।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো রাখতে ১৮ জন নির্বাহী ও ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ৯টি মোবাইল টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোটে মেয়র পদে ৪জন, সংরক্ষিত আসনে ১৯ জন ও কাউন্সিলর পদে ৬৪ জন প্রতিদ্বন্দিতা করছেন।
২০১১ সালের ১৩ এপ্রিল সর্বশেষ ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
আরএ