ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপ-নির্বাচন: গাইবান্ধা-৫ আসনে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
উপ-নির্বাচন: গাইবান্ধা-৫ আসনে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধা: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত নয়জন মনোনয়নপত্র দাখিল করেন।

 

তারা হলেন-মো. মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র), এইচ এম এরশাদ (স্বতন্ত্র), শাহ মো. আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), মো. শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র) ও সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র)।  

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোতালিব জানান, উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ শেষে ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে মনোনয়নপত্র দাখিল করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থীরা।

এর মধ্যে, নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন সাংবাদিকদের বলেন, গাইবান্ধা-৫ আসনে নৌকার জোয়ার বইছে। এ উপ-নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ অক্টোবরের নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক নৌকা জয়ী হবে।  

নির্বাচিত হয়ে বালাসী ও বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণ, আমার গ্রাম হবে আমার শহর, প্রতিটি গ্রাম উন্নয়নে আধুনিকতার ছোঁয়া লাগবে এবং এ দুই উপজেলার উন্নয়নের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।  

উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ (সাঘাটা- ফুলছড়ি)-৫ আসনটি শূন্য হয়। আগামী ১২ই অক্টোবর এ আসনে উপ-নির্বাচন হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।