ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরখাস্ত ইউপি সদস্যরা জেলা পরিষদে ভোট দিতে পারবেন না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
বরখাস্ত ইউপি সদস্যরা জেলা পরিষদে ভোট দিতে পারবেন না

ঢাকা: ইউনিয়ন পরিষদের (ইউপি) যে সকল সদস্য বরখাস্ত হয়েছেন তারা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তাদের এই ব্যাখ্যার আলোকে ভোটার তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ইসির নির্বাচন সমন্বয় ও সহায়তা শাখার উপ-সচিব মো. আব্দুল হালিম খান নির্দেশনাটি সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী, যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধিদের সাময়িক বরখাস্ত করা হলে তাদের সংশ্লিষ্ট পদ শূন্য হওয়ার বিধান নেই; সেহেতু সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা, পৌরসভার মেয়র ও কাউন্সিলররা সাময়িক বরখাস্ত হলেও তাদের জেলা পরিষদ নির্বাচনে নির্বাচকমণ্ডলীর সদস্য হতে আইনগত কোনো বাধা নেই।

অন্যদিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী, যেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বা সদস্যরা সাময়িক বরখাস্ত হলে তাদের সংশ্লিষ্ট পদটি শূন্য হওয়ার বিধান রয়েছে; সেহেতু ইউনিয়ন পরিদের চেয়ারম্যান ও সদস্যরা সাময়িক বরখাস্ত হলে তাদের জেলা পরিষদ নির্বাচনে নির্বাচকমণ্ডলীর সদস্য হওয়ার আইনগত কোনো সুযোগ নেই।

জেলা পরিষদে চেয়ারম্যানসহ অন্যান্য পদের প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার সকল স্থানীয় সরকারের প্রতিনিধিরা ভোট দিয়ে নির্বাচিত করেন। আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।