ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জামালপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সায়েম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
জামালপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সায়েম

জামালপুর: জামালপুর জেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস এম আবু সায়েম।  

তিনি বুধবার (২১ সেপ্টেম্বর) নির্বাচনের রিটার্নিং অফিসার ও জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তি রায়ের কাছে মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করেন।

এর আগে জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, এস এম আবু সায়েম ও অ্যাডভোকেট বাবর আলী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

বাছাই পর্বে বাবর আলীর মনোনয়ন পত্রটি বাতিল হয়। তবে বাবর আলী বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। যা এখনো নিস্পত্তি হয়নি। আপিলেও তার মনোনয়ন বাতিল হলে বাকী বিল্লাহই থাকবেন একমাত্র প্রার্থী।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শ্রাবস্তি রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।