ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাটোর জেলা পরিষদ নির্বাচন: জামিলকে প্রতীক দিতে নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
নাটোর জেলা পরিষদ নির্বাচন: জামিলকে প্রতীক দিতে নির্দেশ 

ঢাকা: নাটোর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে জামিল হোসেন মিলনকে প্রতীক দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তার করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদেশে মিলনের মনোয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মামুন মাহবুব ও মো. আরিফ হোসেন।

পরে মো. আরিফ হোসেন জানান, জেলা পরিষদে ঠিকাদার হিসেবে তালিকাভুক্ত থাকার কারণে গত ১৮ সেপ্টেম্বর জামিল হোসেন মিলনের মনোনয়নপত্র বাতিল করা হয়। আপিলের পর ২১ সেপ্টেম্বর তা নামঞ্জুর করা হয় ।

এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জামিল হোসেন মিলন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর নাটোর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজেদুর রহমান খান পেয়েছেন চশমা প্রতীক। আর জাতীয় পার্টির (জিএম কাদের) ড. নুরন্নবী মৃধা পেয়েছেন ঘোড়া প্রতীক। এছাড়া সাধারণ ৩০ এবং সংরক্ষিত ১২ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে।

১৭ অক্টোবর জেলা পরিষদের এ নির্বাচন হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
ইএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।