ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রাজবাড়ী: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে এমপিদের বিরুদ্ধে রাজবাড়ীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবেন না।

কিন্তু আচরণবিধি না মেনে রাজবাড়ীর দুই সংসদ সদস্য রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের কাছে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।

বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে ভোটারদের নিয়ে এক আলোচনা সভায়। পরে সেখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন তিনজন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ), স্বতন্ত্র প্রার্থী দীপক কুণ্ডু (মোটরসাইকেল) ও ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীপক কুণ্ডু জানান, সংসদ সদস্যরা আইন প্রণয়ন করেন, আবার উনারাই আইন ভঙ্গ করছেন। তিনি অভিযোগ করেন  তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে এবং ভয় ভিতিও দেখানো হচ্ছে।

এ ব্যাপারে প্রশাসনের কাছে তিনি তিনবার লিখিত অভিযোগ করেছেন বলে দাবি করেন।

তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর দুই এমপি। জেলার পাঁচটি উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও সদস্যদের জেলা আওয়ামী লীগ অফিসে ডেকে এনে সভা করেন। সেখানে জেলা পরিষদ নির্বাচনের ভোট চাওয়া হয়। সরকারি বিধি ভেঙে দুপুরে ভোজ করানো হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এমপি মো. জিল্লুল হাকিম বলেন, এটা গণভোট নয়। এ কারণে ভোট চাওয়ার সুযোগ আছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান বলেন, এ নির্বাচনে সংসদ সদস্যদের কোনো প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার সুযোগ নেই। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।