ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পটুয়াখালীতে চেয়ারম্যান পদে তিন প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
পটুয়াখালীতে চেয়ারম্যান পদে তিন প্রার্থী

পটুয়াখালী: সারা দেশের মতো পটুয়াখালীর আটটি উপজেলায় সোমবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।

সোমবার (১৭ অক্টোবর) সকালে পটুয়াখালীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার সাইদুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এদিকে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাঁচ জেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। শুধু পটুয়াখালীতেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিন প্রার্থী। এতে পুরো বরিশালের চোখ এখন পটুয়াখালীর দিকে।

এ সময় প্রার্থীরা নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। ভোটারাও নিজের ভোট বাধা বিঘ্নহীনভাবে দিতে পেরে আনন্দিত।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন এবং সাধারণ আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।