ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জে আবার চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
কিশোরগঞ্জে আবার চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে এবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

প্রাপ্ত ফলাফলে তিনি ৯৬১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু পেয়েছেন ২৫৮ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।  

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।