ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আবার সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ.লীগের নজরুল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আবার সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ.লীগের নজরুল 

সাতক্ষীরা: দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬০৮ ভোট। চিংড়ি মাছ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিলুল্লাহ ঝড়ু পেয়েছেন ৪৪৭ ভোট।  

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।  

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।