ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জগন্নাথপুরে নৌকায় চড়ে চেয়ারম্যান হলেন আকমল হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
জগন্নাথপুরে নৌকায় চড়ে চেয়ারম্যান হলেন আকমল হোসেন

সিলেট: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আকমল হোসেন।  

তিনি নৌকা প্রতীকে ২৩ হাজার ৮৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ তালহা আলম খেজুরগাছ প্রতীকে ২০ হাজার ৮১ ভোট পেয়েছেন।

বুধবার (২ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে রিটানিং কর্মকর্তা ও সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা নৌকার প্রার্থী আকমল হোসেনকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন।  

এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা আনারস প্রতীকে ১৪ হাজার ১৬ ভোট পেয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মোটরসাইকেল প্রতীকে ১০ হাজার ৭৭৯ ভোট পেয়েছেন। এছাড়া ঘোড়া প্রতীকে আব্বাস চৌধুরী ১১৯৫ ভোট পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মধ্যে আবুল হোসেন লালন মাইক প্রতীকে ২১ হাজার ৯২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জয়দ্বীপ সূত্র ধর বীরেন্দ্র ১৯ হাজার ২৫৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে সুফিয়া খানম সাথী ফুটবল প্রতীকে ২৮ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রীনা বেগম ২৬ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন।  

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় ভোট পড়েছে মোট ৭০ হাজার ১১০টি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।