ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে চার ইউপির ৩টিতেই নৌকার পরাজয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
সিলেটে চার ইউপির ৩টিতেই নৌকার পরাজয়

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে তিনটিতে বিদ্রোহীদের কাছে হেরে গেছেন নৌকার প্রার্থীরা। কেবল পূর্ব জাফলং ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।

 গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়ন, পশ্চিম, পূর্ব ও মধ্য জাফলং ইউনিয়ন পরিষদে বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সন্ধ্যার পর ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।  

 গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সুমন আনারস প্রতীকে ২ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুভাস চন্দ্র পাল নৌকা প্রতীকে ২ হাজার ৪৫৫ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে মোট ৯,৬৭৫ ভোটের মধ্যে কাস্ট হয় ৯,৬৫৭টি। বাতিল হয় ১৮টি ভোট। এ ইউনিয়নে মোট ৭৩ দশমিক ৭৩ শতাংশ ভোট কাস্ট হয়।

পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন পারভেজ আনারস মার্কায় ৪ হাজার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুন্সি আব্দুল মুমিন চশমা প্রতীকে ২ হাজার ৯৬০ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে মোট ১১,৭৯৭ ভোটের মধ্যে ১১,৭৭২ ভোট কাস্ট হয়। বাতিল হয় ২৫টি ভোট। এ ইউনিয়নে মোট ৬৮ দশমিক ৯২ শতাংশ ভোট কাস্ট হয়।

পূর্ব জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৭ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হামিদুল হক ভূঁইয়া বাবুল (আনারস) ৪ হাজার ৯৯০ ভোট পেয়েছেন। এ ইউপিতে মোট ১৫৪৫১ ভোটের মধ্যে ১৫৪১৩ ভোট কাস্ট হয়। বাতিল হয় ৩৮টি ভোট। এ ইউনিয়নে মোট ৬৯ দশমিক ৯৮ শতাংশ ভোট কাস্ট হয়।

মধ্য জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লোকমান হোসেন (আনারস) ৩ হাজার ৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শাইদুর রহমান ঘোড়া প্রতীকে ৩ হাজার ৫১৬ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে মোট ১০,২৭৬ ভোটের মধ্যে ১০,২৪৪ ভোট কাস্ট হয়। বাতিল হয় ৩২টি ভোট। এ ইউনিয়নে মোট ৭৪ দশমিক ৫৮ শতাংশ ভোট পড়ে।  

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এনইউ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ