ঢাকা: আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের আপিল কর্তৃপক্ষ নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রংপুর বিভাগীয় কমিশনার এই দায়িত্ব পালন করবেন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে-রসিক নির্বাচনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের ওপর নির্বাচনে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির জন্য রংপুর বিভাগীয় কমিশনার আপিল কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
তফসিল অনুযায়ী, রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর।
২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে মোতাবেক এ সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
ইইউডি/এসআইএস