ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি যাচাই করতে এসে আটক হলেন তিনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এনআইডি যাচাই করতে এসে আটক হলেন তিনি আটক ব্যক্তি

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করতে আসা এক ব্যক্তিকে দালাল সন্দেহে আটক করা হয়েছে। পরে তাকে শের-ই বাংলা নগর থানায় হস্তান্তর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ ঘটনা ঘটে।

এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর বলেন, বৃহস্পতিবার মো. দুলাল মিয়া নামে ওই ব্যক্তি প্রবাসী শাখায় ছয়জন নতুন ভোটারের তথ্য যাচাই করতে আসেন। একসঙ্গে ছয় জনের ফরম জমা দিয়ে সেগুলো যাচাই করতে বলেন। আমাদের কর্মকর্তারা সবগুলো চেক করার পর শেষের পাতায় ওই ছয় জনের নামের পাশে টাকার হিসাব দেখতে পান। এতে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এছাড়া ছয় জনের এনআইডি থেকে ফোন নাম্বার নিয়ে কথা বললেও দুলাল মিয়ার সঙ্গে অর্থ লেনদেনের সত্যতা পাওয়া যায়।

পরবর্তীতে দুলাল মিয়াকে ইসিতে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা তাকে শের-ই বাংলা নগর থানায় সোপর্দ করে। তবে এ নিয়ে নির্বাচন কমিশন কোনো মামলা দায়ের করেনি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।