ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কেসিসি নির্বাচন: ২০৯ কেন্দ্রে খালেক ১,০৮,৪৩৩, আউয়াল ৩৯,৯৫৪

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
কেসিসি নির্বাচন: ২০৯ কেন্দ্রে খালেক  ১,০৮,৪৩৩, আউয়াল  ৩৯,৯৫৪

খুলনা:  খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল বের হতে শুরু হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘোষিত কয়েকটি কেন্দ্রের ফলাফল পেয়েছে বাংলানিউজ টোয়েন্টিফোর।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০৯ কেন্দ্রে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১,০৮,৪৩৩ভোট। তার প্রতিন্দ্বন্দ্বী হাতপাখা মার্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৩৯,৯৫৪ ভোট।

ভোট গ্রহণ শেষে সোমবার (১২ জুন) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে শুরু করেন মো. আলাউদ্দিন । ধারাবাহিকভাবে ২৮৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন তিনি।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, এবারের কেসিসি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেওয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।

৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ২ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের সিটি নির্বাচনে ৩১ টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ । এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৪২ থেকে ৪৫ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।