ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচনে পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তোলার আহ্বান

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পৌর নির্বাচনে পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তোলার আহ্বান

ঢাকা: পৌর নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পৌর এলাকার পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটনেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর আসাদগেট জিইউপি মিলনায়তনে মেজর এম. এ জলিলের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



শফিউল আলম প্রধান বলেন, বেহাল পরিস্থিতি সামাল দিতে আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রতীকের ফাঁদ পেতেছে সরকার। তাদের মনে রাখা উচিত কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে যেতে দেওয়া হবে না। এ জন্য দেশবাসী প্রস্তুত হোন। ২০ দলীয় জোটের ধানের শীষ মার্কা দিয়ে প্রতীক নৌকাকে ২০ ফুট পানির নিচে তলিয়ে দিতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পৌর এলাকার পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

জাগপার কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক গোলাম মোস্তফা কামালের পরিচালনায় বিশেষ বক্তা ছিলেন যুব জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল।

বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান, যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, মিনহাজ প্রধান রাব্বি, প্রচার সম্পাদক আবু নাইম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।