ঢাকা: এবার পৌরসভা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শুক্রবার (২৭ নভেম্বর) পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, দলীয়ভাবে ও দলীয় প্রতীকে প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। ওয়ার্কার্স পার্টি এটিকে দৃঢ়ভাবে সমর্থন করে। এ ক্ষেত্রে দলগুলোকে প্রার্থী বাছাই ও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় দিতে হবে।
‘নির্বাচন কমিশন নিজেও এ ব্যাপারে সঠিকভাবে প্রস্তুত নয়, সেটা তাদের আচরণে লক্ষণীয়। কমিশন এই নির্বাচন ও আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সামান্যতম মতবিনিময়ও করেনি। কেবল তা-ই নয়, পৌরসভা নির্বাচন, আচরণবিধি এবং নির্বাচনসংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ে কমিশনের বক্তব্যের মধ্যে অসংগতি লক্ষ্য করা যাচ্ছে। ’
তবে ওয়ার্কার্স পার্টি আশা করে, নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করে নতুন তফসিল ঘোষণা করবে।
এর আগে পৌর নির্বাচন কমপক্ষে ১৫ দিন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
তবে ইসি বলছে, ঘোষিত তফসিল পরিবর্তন করা যাবে না।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমএ/