ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কলাপাড়ায় ৪৫ জনের সবাই বৈধ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
কলাপাড়ায় ৪৫ জনের সবাই বৈধ প্রার্থী

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন ৪৫ জন প্রার্থী। এদর কাগজপত্র যাচাই-বাছাই শেষে সবাইকেই বৈধ ঘোষণা করা হয়েছে।



উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জনসহ মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তারা সবই বৈধ।

মেয়র পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি বিপুল হাওলাদার, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র হাজী হুমায়ুন সিকদার এবং জাপা (এ) মনোনীত প্রার্থী হুমায়ুন কবির মাসুম খান।  

কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে একেএম শামসুল আলম জাহাঙ্গীর, ২নং ওয়ার্ডের হুমায়ুন কবির, ৩নং ওয়ার্ডে জাকি হোসেন জুকু, ৪নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া খলিল, ৬নং ওয়ার্ডে শাখাওয়াৎ হোসেন চৌধুরী, ৭নং ওয়ার্ডে মাহবুব আলম, ৮নং ওয়ার্ডে মতিয়ার রহমান ও  ৯নং ওয়ার্ডে আল-আমিন সরদার।

তবে, ৫নং ওয়ার্ডে দল থেকে সরাসরি কাউকে সমর্থন দেওয়া হয়নি। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ নং ওয়ার্ডে রাশেদা বেগম। ৪,৫,৬ নং ওয়ার্ডে নিগার
সুলতানা মিলি ও ৭,৮,৯ নং ওয়ার্ডে উম্মে তামিমা বিথি।

কলাপাড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩৬৪। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ১৫৮ এবং মহিলা ভোটার ৫ হাজার ২০৬ জন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
পিসি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।