জয়পুরহাট: জয়পুরহাটের তিন পৌরসভায় পাঁচ মেয়র প্রার্থী, ছয় কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রোববার (১৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত নিজ নিজ উপজেলার নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা।
জয়পুরহাট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নন্দলাল পার্শী, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ-বিন আলীম, কাউন্সিলর আতিয়ার রহমান বাবুল, নাজমুল হক সবুজ, অশোক কুমার ঠাকুর, মঞ্জুরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সাফিনা আক্তার রুমা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
কালাই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন মোল্লা, সতন্ত্র প্রার্থী তোজাম্মেল হোসেন তালুকদার, কাউন্সিলর প্রার্থী আব্দুল হান্নান ও আব্দুল হাকিম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
এছাড়া, আক্কেলপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
তিন পৌরসভায় ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এমজেড