সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর দুই পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাস উদ্দিন বাংলানেউজকে জানান, জলঢাকা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর (নৌকা), বিএনপির প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী শাহ আব্দুল কাদের চৌধুরী বুলু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরিফুল ইসলাম (হাতপাখা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন বাবলু (নারিকেল গাছ) ও অপর স্বতন্ত্র প্রার্থী জামায়াতের জলঢাকা পৌর শাখার আমির মকবুল হোসেন (জগ) প্রতীক পেয়েছেন।
সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাখাওয়াৎ হোসেন খোকন (নৌকা), বিএনপির আমজাদ হোসেন সরকার ভজে (ধানের শীষ), জাতীয় পার্টির জয়নাল আবেদীন (লাঙল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নুরুল হুদা (হাতপাখা) প্রতীক বারদ্দ পেয়েছেন।
এছাড়া একই দিন দুই পৌরসভার মোট ১১৪ জন সাধারণ কাউন্সিলর ও ৩২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ