ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী খলিলুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ সময় খলিলুর রহমান পালিয়ে রক্ষা পেলেও নারীসহ পাঁচজনকে মারধর করে দুর্বৃত্তরা।
পরে তারা খলিলুর রহমানের মোটরসাইকেলটি ভাঙচুর করে।
রোববার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শৈলকুপা পৌর এলাকার চতুড়া গ্রামে খলিলুর রহমানের মালিকানাধীন ইটভাটায় (রাহুল ব্রিক্স) এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্থানীয় ওমর আলী, কেড়–, তরিকুল, ববিতা খাতুন ও ভাটা শ্রমিক হোসেন।
স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে নিজের ইটভাটায় অবস্থান করছিলেন খলিলুর রহমান। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে।
একপর্যায়ে খলিলুর রহমান ও ভাটার শ্রমিকরা দৌড়ে পালিয়ে গেলে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে হামলাকারীরা।
এ সময় ভাটার আশপাশ থেকে লোকজন ছুটে এলে এক নারীসহ ওই পাঁচজনকে মারধর করে তারা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআর