রাজবাড়ী: রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়ে নির্বাচনী ইজতেহার ঘোষণা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
‘চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর পৌরসভা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের আজাদী ময়দানে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজবাড়ী সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপ কমিটির সদস্য অ্যাডভোকেট নাজমা সুলতানা।
রাজবাড়ী সনাকের সভাপতি প্রফেসর কেরামত আলীর সভাপতিত্বে মেয়র পদে অংশ নেওয়া আওয়ামী লীগের মহম্মদ আলী চৌধুরী, বিএনপির অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত ও জাতীয় পার্টির মো. শুকুর চৌধুরী নির্বাচনী ইজতেহার পাঠ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মেয়র প্রার্থীদের শপথবাক্য ও অঙ্গীকারনামা পাঠ করানো হয়। পরে প্রার্থীরা উপস্থিত ভোটার ও নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এএটি/এসআর